banglanewspaper

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মিনি ম্যারাথন প্রতিযোগিতা ও সচেতনতা মূলক সাইক্লিং অনুষ্ঠিত  হয়েছে।

 বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ফতেপুর (১ম) উচ্চ বিদ্যালয়ে ম্যরাথনের উদ্বোধন করেন নওগাঁ সদর মডেল থানার সেকেন্ড অফিসার মোঃ আঃ রফিক। পিকেএসএফ-এর অর্থায়নে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী এই ম্যারাথনের আয়োজন করে।

ফতেপুর (১ম) উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডি,এম, আব্দুল আউয়ালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদুল ইসলাম, মৌসুমী সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ পাভেল, প্রমুখ।

ম্যরাথনে ২৭০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। ম্যারাথন শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন।

ট্যাগ: bdnewshour24 নওগাঁ