banglanewspaper

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-এর সহায়তায় মৌসুমী কৈশোর কর্মসূচির আওতায় কাদোয়া ক্লাবে নৈতিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা বিষয় আলোচনা সভা, র‌্যালী ও বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্বোধন করেন, তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খন্দকার। প্রধান অতিথি ক্লাবের সদস্যদের উদ্দেশ্যে বলেন, যৌতুক, যৌন হয়রানি, ইভটিজিং, বাল্য-বিবাহ, নারী ও শিশু নির্যাতন বন্ধে সকলকে এক সাথে কাজ করতে হবে।

পাশা-পাশি প্রত্যেক সদস্যের বাড়িতে কমপক্ষে একটি করে গাছ লাগানোর আহবান করেন। তিনি আরো বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের করাল গ্রাস থেকে দেশকে রক্ষা করতে হলে বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই।

পরে প্রধান অতিথি ক্লাবের সদস্যদের মাঝে গাছের চাড়া বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ক্রীড়া কর্মসূচির প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ পাভেল এবং অত্র এলাকার গুনীজনরা।

ট্যাগ: bdnewshour24 নওগাঁ