banglanewspaper

সিপিএলে অভিষেক হয়ে গেল টাইগার ওপেনার লিটন কুমার দাসের। তবে অভিষেকটা রাঙানো হল না তার। সিপিএলে প্রথম দিন ব্যাট করতে নেমে ২১ বলে করলেন ২১ রান। শনিবার (২৮ সেপ্টেম্বর) জ্যামাইকা তালাওয়াসের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেক হয় টাইগার এ ওপেনারের। অবশ্য নিজের যুতসই ব্যাটিং পজিসনে না নেমে নামলেন ৪ নম্বর পজিশনে। তবে ভালো করার সুযোগও ছিল।

সিপিএলে খেলার লক্ষ্যে বিশ্বসেরা সাকিবের সঙ্গেই দেশ ছেড়েছিলেন লিটন। সাকিব নিজ দলের প্রথম ম্যাচটি খেলতে না পারলেও অভিষেক ম্যাচ খেলে ফেললেন লিটন। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এ ম্যাচটি জিততেই হবে জ্যামাইকাকে।

বাঁচা-মরার অবস্থায় খেলতে নেমে ডোয়াইন স্মিথের ফিফটিতে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে জ্যামাইকা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাত্র ৮.৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে ৮৪ রান করে ফেলেছে সেন্টি লুসিয়া। বাকি ১১.১ ওভারে প্রয়োজন আর মাত্র ৮২ রান।
 

ট্যাগ: bdnewshour24 লিটন