banglanewspaper

মাশরাফী বিন মুর্তজার শৈশব কেটেছে নড়াইলে। চিত্রা নদীর পাড়ে লাফ ঝাঁপ আর দুরন্তপনায়ই বড় হয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। এখনো সময় পেলেই ছুটে যান নড়াইলে।

ক্রিকেটের ব্যস্ত শিডিউলের কারণে ঢাকাতেই কাটাতে হয়েছে বেশিরভাগ সময়। পরিবারও থেকেছে তার সঙ্গেই। তাই গ্রামের সেই পরিবেশটা পাওয়া হয়নি তার সন্তানদের।

এবার সন্তানসহ সামাজিক যোগাযোগমাধ্যমে মাশরাফীর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় ছেলে সাহেল মর্তুজাকে চিত্রা নদীতে সাঁতার শেখাচ্ছেন বাবা মাশরাফী।

মাশরাফীর এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তারই ছোট ভাই মোরসালিন বিন মর্তুজা।

স্লো মোশনে করা সে ভিডিওতে দেখা যায়, ছেলের সাহস বাড়াতে তাকে পানির মধ্যে ডুবাচ্ছেন মাশরাফী। ছোট্ট সাহেল বেশ ভয়ই পাচ্ছিল। কিন্তু ভয় পেলে তো আর সাঁতার শেখা যাবে না। বাবা মাশরাফী তাই সন্তানকে পারলে পানি খাইয়ে দেন!

ভিডিও: https://www.facebook.com/DurantoBinodon/videos/413199526242971/

ট্যাগ: bdnewshour24 সাঁতার মাশরাফী