banglanewspaper

ফরহাদ খান, নড়াইল: নড়াইলে সুষ্ঠু ভাবে দুর্গাপূজা সম্পন্নের লক্ষ্যে পুলিশ সুপারের সঙ্গে সনাতন ধর্মালম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ লাইন্স মিলনায়তনে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবাশিষ কুন্ডু মিটুলসহ জেলার বিভিন্ন পূজা মন্ডপের পুরোহিত ও মন্দির কমিটির নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, সুষ্ঠু সুন্দর ভাবে পূজা উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। এ লক্ষ্যে পুলিশের পাশাপাশি সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এ বছর নড়াইলে ৫শ’ ৫৫টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদরে ২৫৮, লোহাগড়ায় ১৫৫, কালিয়ায় ৮৪ ও নড়াগাতি থানা এলাকায় ৫৮টি।

ট্যাগ: bdnewshour24 নড়াইল