banglanewspaper

বলিউডের অভিনেত্রী দিশা পাটানি পথচলা বেশি দিনের নয়। সালমান খানের সঙ্গে ভারত সিনেমায় ‘স্লো মোশন’ গানে পারফর্ম করেই আলোচনায় আসেন তিনি। এরপরই তাকে বলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী হিসেবে বিবেচনা শুরু করেন সিনেমা বিশ্লেষকরা।

কিন্তু নিজেকে আবেদনময়ী মানতে নারাজ তিনি।

সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে এ সুন্দর‌ী বলেন, ‘আমি নিজেকে কখনোই আবেদনময়ী অভিনেত্রী মনে করি না। বাস্তব জীবনে আমি টমবয় টাইপ। কিন্তু ভিন্নরূপে আমি দর্শকদের সামনে আসতে চাই। তাই নিজেকে আমি সবসময় নিজের মতোই ভাবি। আবারও বলছি আমি তেমন কিছু না। খুব সাধারণ একটি মেয়ে।’

সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ‘আমাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব নিয়ে বেশ আলোচনা হয়। নিয়মিত আমার চোখে পড়ে। তবে ইন্টারনেট ও বাস্তব জীবনের মধ্যে সমন্বয় করা উচিত। আমি নিজেও তাই করি।’

দিশা পাটানির পরবর্তী সিনেমা  ‘মালাঙ’ মুক্তির অপেক্ষায় আছে। মহিত সুরি পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ২০২০ সালে।

ট্যাগ: bdnewshour24 আবেদনময়ী দিশা