banglanewspaper

আত্মীয়ের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যান দুই বোন মরিয়ম ও মুনিরা। দাওয়াত খেয়ে বাড়িতে ফেরার জন্য বের হলেও আর ফেরা হয়নি তাদের। রাতভর সব জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি দুই বোনকে।

অনেক খোঁজাখুঁজির পর সকালে ডোবার মধ্যে তাদের দেখা মিললেও দুজনই ছিল প্রাণহীন। ডোবার পানিতে ডুবে না ফেরার দেশে চলে যান দুই বোন।

মঙ্গলবার সকালে পাঁচবিবি উপজেলার পূর্ব উঁচনা গ্রামের একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলো- পাঁচবিবি উপজেলার উঁচনা গ্রামের রুবেল হোসেনের মেয়ে মরিয়ম আক্তার (৫) ও মোকলেছার রহমানের মেয়ে মুনিরা ভারভীন (৫)। দুজনই সম্পর্কে চাচাতো বোন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, মরিয়ম ও মুনিরা সোমবার বিকালে একই গ্রামেই এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যায়। দাওয়াত খেয়ে ফিরে না আসায় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেন। 

মঙ্গলবার সকালে প্রতিবেশীরা একটি পুকুরে দুই শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানোর উদ্দেশ্যে থানায় নিয়ে আসে। শিশু দুটির মৃত্যু কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

ট্যাগ: bdnewshour24 দাওয়াত