banglanewspaper

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে একটি র‌্যালি বের হয়।

পরে উপজেলা কৃষি অফিস হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াদুদ , সমাজসেবা অফিসার আতিকুর রহমান, প্রবীণ হিতৈষী সংঘের উপজেলা সভাপতি এ্যাড. আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মকছেদ আলী প্রামাণিক প্রমূখ। পরে প্রবীণ সেবায় স্বীকৃতি স্বরুপ দু’জনকে সম্মাননা প্রদান করা হয়।

ট্যাগ: bdnewshour24 নাটোর