banglanewspaper

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনে মুক্তি নিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনও মন্তব্য করেননি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয়ে আলাপকালে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির এমপিরা খালেদা জিয়ার মুক্তি নিয়ে বিদেশ যাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীকে জানাতে আমাকে অনুরোধ করেছেন। আমি তাদের বক্তব্য প্রধানমন্ত্রীকে জানিয়েছি। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী কোনও মন্তব্য করেননি।’

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসক আর বিএনপি নেতাদের বক্তব্য এক নয়। চিকিৎসকদের ব্যবস্থাপত্র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও কৃষকলীগের সম্মেলন হবে নভেম্বরের মধ্যে। এসব সম্মেলনের মাধ্যমে দলে যাতে কোনও অপকর্মকারী অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারে দলীয় নেতাদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’

পরিবারের কেউ বা আত্মীয়তার সম্পর্ক রয়েছে এমন কেউ যদি অপকর্মের সাথে জড়িত থাকে, তাদের ব্যাপারেও প্রধানমন্ত্রীর নির্দেশনা ‘নো-কমপ্রোমাইজ’ বলে জানান কাদের।

ট্যাগ: bdnewshour24 কাদের