banglanewspaper

পিরোজপুর প্রতিনিধি : হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও শরৎ ঋতুতে পিরোজপুর জেলা শহরের কিয়ামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের বিপরীতে সদর রোড়ের ফ্যাশন হাউজ পিনাকেল প্লাস নানা রঙের রুচিশীল ও নজরকাঁডা বৈচিত্র্যের এক্সক্লুসিভ ডিজাইনের বেশ কিছু পোশাক পাওয়া যাচ্ছে, দুর্গাপূজা উৎসব ও শরৎ ঋতু উপলক্ষে পিনাকেল প্লাস আউট-লেট নতুন নতুন ডিজাইনের পোশাক এনেছে।

ঋতু বৈচিত্যের কথা মাথায় রেখে ফেব্রিক্স ও রংঙের ক্ষেত্রে  দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব। যেকোন উৎসবে নিত্য নতুন ডিজাইনের ব্যাপক পোশাকের আয়োজন করে পিনাকেল প্লাস। ফ্যাশন আউট-লেট পিনাকেল প্লাসের পোশাক তৈরী হয়েছে সূতি, লিলেন ও খাদী কাপড়ের করা নিজস্ব ডিজাইনের পোশাক ও বাংলাদেশের তৈরী বিশ্বের নামী-দামী ব্রান্ডের এক্সপোর্ট পোশাকের বিশাল কালেকশন। লে-আউট ও কম্বিনেশনে ক্রেতারা পাবেন ভিন্ন মাত্রার আমেজ।

শরৎ ও দুর্গাপূজা উৎসব আয়োজনে প্রধানত জোর দেয়া হয়েছে পোশাকের উপকরনের ডিজাইন, কাট প্যাটান ও ফিনিশিংয়ে এবং একসেসরিজের ব্যাবহারে। ক্রেতাদের কথাভেবে কয়েকটি মূল্য-সীমায় পোশাকের কালেকশন সাজিয়েছে পিরোজপুরের পিনাকেল প্লাস।

ট্যাগ: bdnewshour24 পিরোজপুর