banglanewspaper

এক বছর পর টেস্ট দলে ফিরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে তুলে নিয়েছেন ৫ উইকেট। জাতীয় দল থেকে বারবার প্রত্যাখাত হয়ে এই রবিচন্দ্র অশ্বিনই কিনা ক্রিকেট দেখাই বন্ধ করে দিয়েছিলেন! ২০১৮ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন শেষ টেস্ট। তারপর ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্টে মাঠের বাইরেই থাকতে হয়েছিল ভারতীয় অফস্পিনারকে। যা নিয়ে বিতর্কও দেখা দিয়েছিল। একমাত্র স্পিনার হিসেবে খেলেছিলেন রবীন্দ জাদেজা।

সাংবাদিক সম্মেলনে 'ক্রিকেট দেখেন না কেন?' এমন প্রশ্নের জবাবে অশ্বিন বলেন, 'বাড়িতে দুটি বাচ্চা। ওরা তো রাতে ঘুমায় না। আমি খেলাটা খেলতে চেয়েছিলাম। কিন্তু টিভিতে যখনই খেলাটা দেখতাম, মনে হত নেমে পড়ি। প্রচন্ড মিস করতাম। যে সুযোগ পায় না, সে বোধহয় এই রকমই করে। আমিও তাই টিভি দেখা বন্ধ করে দিয়েছিলাম। ক্রিকেটের বাইরে যদি কিছু বলেন, বই পড়ি। প্রত্নতত্ত্ব বিষয়ে পড়াশোনা করতে ভালো লাগে।'

ক্যারিয়ারে এই নিয়ে ২৭বার পাঁচ বা ততোধিক উইকেট পেলেন অশ্বিন। এই রকম প্রত্যাবর্তনই চেয়েছিলেন তিনি। অশ্বিন বলেন, 'টিমে ফিরে এসে আমি খুব খুশি। দেশের হয়ে পাঁচ উইকেট নেওয়ার মতো তৃপ্তি আর কিছুতে নেই। বিশাখাপত্তনম আমার অত্যন্ত পছন্দের জায়গা। তবে, নটিংহ্যামের হয়ে পাঁচ উইকেট পাওয়াটাও আমাকে তৃপ্তি দিয়েছিল। কোনোটাই অন্যটার থেকে ছোট নয়।'

প্রায় ৯ মাস ক্রিকেট থেকে দূরে ছিলেন অশ্বিন। ওই সময়টা খুব কঠিন ছিল তাঁর কাছে। অশ্বিনের কথায়, 'ক্রিকেট থেকে দূরে থাকা আমার কাছে অত্যন্ত কঠিন সময় ছিল। যে কারণে যেখানে ক্রিকেট খেলার সুযোগ পেয়েছি আঁকড়ে ধরার চেষ্টা করেছিলাম। এমনকি নটিংহ্যামের হয়ে কাউন্টি খেলতেও ছুটে গিয়েছি। শুধু তাই নয়, তামিলনাড়ু প্রিমিয়ার লিগেও যত ম্যাচে সুযোগ পেয়েছি খেলার চেষ্টা করেছি। চেন্নাই লিগেও কিছু ম্যাচ খেলেছি।'

ট্যাগ: bdnewshour24 ক্রিকেট