banglanewspaper

পড়ালেখা করার জন্য স্মার্টফোন ব্যবহার বন্ধ করে দিয়েছিলেন এক শিক্ষার্থী। ফলও মিলেছে তাতে। দুই বছর ধরে স্মার্টফোন থেকে দূরে থেকে গোটা ভারতের মেডিকেল পরীক্ষায় প্রথম হয়েছেন রাজস্থানের সিকার জেলার নলিন খান্ডেলওয়াল।

পরীক্ষার জন্য দিনে সাত আট ঘণ্টা পড়ালেখা করেছেন তিনি। ২০১৯ সালের ভারতের ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রেন্স টেস্ট বা এনইইটি পরীক্ষায় নলিনের প্রাপ্ত নম্বর ৭০১। শতাংশ হিসেবে যা দাঁড়ায় ৯৯.৯৯৯৯২৯১। তার বাবা-মা দুজনই ডাক্তার।

এমন সাফল্যের রহস্য কী? ১৭ বছরের নলিন জানান, আমি রোজ ৭-৮ ঘণ্টা পড়াশোনা করতাম। কোনো বিষয়ে মনে দ্বিধা থাকলে সঙ্গে সঙ্গে শিক্ষকদের সহযোগিতা নিতাম। শেষ দুই বছর নিজের কাছে স্মার্টফোন ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় ছিলাম না। তাতেই এমন সাফল্যে পেয়েছি।

ট্যাগ: bdnewshour24 স্মার্টফোন পড়ালেখা মেডিকেল পরীক্ষা