banglanewspaper

বাংলাদেশ ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বাবা নড়াইলবাসী সবার প্রিয় মুখ গোলাম মোস্তাফা স্বপন অসুস্থ হয়ে পড়েছেন। যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন তিনি।

শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে হঠাৎ বুকে ব্যথা হওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। যদিও পরীক্ষা-নিরীক্ষা করে জানা গেছে গুরুতর কিছু নয়।

মাশরাফির পারিবারিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘মাশরাফির বাবা অসুস্থ হয়ে সিএমএইচ হাসপাতালে ভর্তি হয়েছেন। সর্দি-কাশি ছিল উনার, আজ দুপুরে কাশি দিতে গিয়ে বুকে ব্যথা ওঠে। গুরুতর কিছু হয়নি।’

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান বাবু বলেন, ‘মাশরাফির বাবা বুকের ডান পাশের নিচের দিকে ব্যথা অনুভব করছেন। নড়াইল সদর হাসপাতালের কয়েকজন ডাক্তার বাড়িতে গিয়ে গোলাম মর্তুজা স্বপনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তিনি শঙ্কামুক্ত আছেন। তারপরও বিষয়টি ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে যশোরের সিএমএইচ এ পাঠানো হয়েছে।’

ট্যাগ: bdnewshour24 সিএমএইচ মাশরাফির পিতা