banglanewspaper

ফরহাদ খান, নড়াইল: প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে নড়াইলের লোহাগড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের সিডি বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া মানববন্ধনে সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়।

জয়পুর ইউনিয়নের ছাত্র, যুবসমাজ ও সচেতন নাগরিক সমাজ এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে অংশগ্রহণ করেন লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বি এম কামাল হোসেন, লিপু মোল্লা, মাহাবুবুর রহমান, শওকত আলী, পারভেজ খোন্দকার প্রমুখ।

এ কর্মসূচির অন্যতম আয়োজক লিপু মোল্লা বলেন, জয়পুর ইউনিয়নকে মাদক, দুর্নীতি, ইভটিজিং ও সন্ত্রাসমুক্ত করতে হবে। এ লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। মানববন্ধনের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হলো। পরবর্তীতে আরো কর্মসূচি হাতে নেয়া হবে।

ট্যাগ: bdnewshour24 প্রধানমন্ত্রী শুদ্ধি অভিযান লোহাগড়া