banglanewspaper

ঢাকাই মিডিয়ায় আজকের সবচেয়ে আলোচিত খবর নায়িকা ফাল্গুনি রহমান জোলির বাগদান ভেঙে গেছে। ছোট বড় সকল মিডিয়াতেই তার সম্পর্ক ভাঙার খবর। চলতি বছরেই পাঁচ বছরের প্রেমের পর ১৬ মে ঘরোয়া পরিসরে আঙটি বদল করেন প্রেমিক আরাফাত রহমানের সাথে।

সম্প্রতি দেশের এক শীর্ষ স্থানীয় দৈনিকে সাক্ষাৎকারে ‘অঙ্গার’ খ্যাত এই নায়িকা বলেন, ‘বাগদানের মাস খানেক পর থেকেই আমাদের সম্পর্ক ভালো যাচ্ছিলো না। এখন একেবারেই সম্পর্ক নেই। আমিই সম্পর্ক রাখিনি। আমাদের দুজনের মধ্যে এখন আর কোনো যোগাযোগ নেই।’      

এদিকে বেলা না গড়াতেই ভোল বদল করলেন জোলি। বললেন, ‘আমার বাগদান ভাঙার একটি খবর দেখেছি, অবাক হয়েছি। এমন সংবাদ ভিত্তিহীন।’

ক্ষোভ নিয়ে জোলি আরও বলেন, ‘আমাদের মাঝে কোন অভিমান হয়নি। সব কিছু আগের মতই আছে। এমন একটি সংবাদ আমার শ্বশুরবাড়ির লোকজনদের চোখে পড়লে তারা বেশ আঘাত পাবে। দয়া করে এমন গুজব ছড়াবনে না।’

‘নিয়তি’ খ্যাত এই নায়িকা নিজের বাগদত্তার সাথে বর্তমান সম্পর্ক নিয়ে বলেন, ‘আমাদের সব কিছু ঠিকঠাক আছে। কোনো সমস্যার মধ্যে আমরা নেই। এটি একটি মিথ্যে সংবাদ। ’

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত কলকাতার নায়ক ওমের সঙ্গে ‘অঙ্গার’, আরিফিন শুভর সঙ্গে ‘নিয়তি’ আর শাহরিয়াজের সঙ্গে ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমায় অভিনয় করে আলোচিত হয়েছেন জলি।

ট্যাগ: bdnewshour24 ঢাকা