banglanewspaper

২০১০ সালে বাংলাদেশকে ‘অর্ডিনারি দল’ বলে ব্যাপক সমালোচিত হয়েছিলেন বীরেন্দর শেবাগ। আর গত বছর আবার বাংলাদেশকে ‘সাধারণ দল’ বলে আলোচনার জন্ম দিয়েছিলেন এই সাবেক ভারতীয় ওপেনার। সেই শেবাগকে মডেল করে ভারতীয় চ্যানেল ‘স্টার স্পোর্টস’ একটি প্রমো তৈরি করে। যেখানে ব্যঙ্গ করা হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের!

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ও দুটি টেস্ট খেলতে আর কদিন বাদে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরজের প্রথম টি-টোয়েন্টি ৩ নভেম্বর।

এর আগে টি-টোয়েন্টিতে কখনোই ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। প্রমোতে শেবাগকে বলতে শোনা যায়, ‘এখানেই এত উড়ছে, যদি টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো জিতে যায়— তা হলে যে কী করবে কে জানে?’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে প্রমো পোস্ট করেছে স্টার স্পোর্টস। সেখানে ক্যাপশন লেখা হয়েছে, ‘জনস্বার্থে জারি করা বীরেন্দর শেবাগের বার্তা, পেটিএম টি২০ ট্রফি #INDvBAN-এ হারা যাবে না!’

এর আগে গত ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের আগে ‘চিবিয়ে খাব’ বিজ্ঞাপন প্রচার করে বিতর্কের জন্ম দিয়েছিল।

তখনকার বিজ্ঞাপনটিতে দেখানো হয়েছিল, একজন লোক নাড়ু খাচ্ছেন আর বলছেন, ‘আমি যেভাবে তোমাদের তিলের নাড়ু চিবোচ্ছি, ওখানে আমাদের এগারোজন মিলে ধুয়ে দেবে ওদের।’

বিজ্ঞাপনটির একেবারে শেষে শরীর নাচিয়ে ব্যঙ্গ করে তিনি বলেন, ‘কী ধুয়ে দিল তো? টাপুর টুপুর বৃষ্টি পড়ে....।’

পরে তা নিয়ে সামাজিক যোগযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠেছিল। প্রতিবাদের মুখে সেই বিজ্ঞাপন তুলেও নেওয়া হয়েছিল। 

 

ট্যাগ: bdnewshour24 বিজ্ঞাপন ভিডিও