banglanewspaper

মাগুরা প্রতিনিধি : ভোলার বোরহান উদ্দিনে তৌহিদী জনতার মিছিলে পুলিশের গুলির প্রতিবাদে মাগুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিল করেছে।

সোমবার দুপুর২ টার দিকে কয়েক শত মুসল্লি শহরের চৌরঙ্গী মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে। পরে মহাসড়কের সদর হাসপাতালের সামনে সংক্ষিপ্ত সমাবেশ ও হতাহতদের জন্য মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় তারা হতাহতের জন্যে দায়ি পুলিশ এবং মহানবীর অবমাননাকারীদের শাস্তির দাবি জানিয়ে স্লোগান দেয়। 

প্রসঙ্গত, ফেসবুকে মহানবী (সাঃ ) কে কটূক্তির অভিযোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলা সদরের ঈদগাহ মসজিদ চত্বরে রবিবার (২০ অক্টোবর)  তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডাকা হয়। পুলিশের হস্তক্ষেপে সকাল ১০টার মধ্যেই সংক্ষিপ্ত মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। পরে সেখানে আসা লোকজন মোনাজাত পরিচালনাকারী দুই ইমামের ওপর চড়াও হন। এতে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় মুসল্লিরা। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে চার ব্যক্তি নিহত ও দেড় শতাধিক আহত হন। আহতদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভোলা সদর হাসপাতাল ও বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

নিহতরা হলেন- বোরহানউদ্দিন উপজেলার আব্দুল পাটওয়ারী (১৪), বোরহানউদ্দিন পৌর সভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মাহফুজ (৪৫), মনপুরা হাজিরহাট এলাকার বাসিন্দা মিজান (৪০)। এছাড়া দুপুর আড়াইটার দিকে আব্দুল গণি নামের আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে, এ ঘটনার জেরে রবিবার বিকালে ভোলা প্রেস ক্লাবের সামনে মুসলিম ঐক্য পরিষদের নেতারা ছয় দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হচ্ছে- ধর্ম অবমাননা করায় সংখ্যালঘু সম্প্রদায়ের বিপ্লব চন্দ্র শুভর ফাঁসি কার্যকর, নিহতদের লাশ বিনা পোস্টমোর্টেমে পরিবারের কাছে হস্তান্তর, আহতদের সরকারি খরচে চিকিৎসা, ভোলার পুলিশ সুপার ও বোরহানউদ্দিনের ওসিকে প্রত্যাহার, নিহতদের ক্ষতিপূরণ প্রদান ও গ্রেফতারকৃতদের বিনাশর্তে মুক্তি দেওয়া।

ট্যাগ: bdnewshour24 মাগুরা