banglanewspaper

জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মঈনুল ইসলাম ভুঁইয়াকে (৩২) আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোর রাতে আশুলিয়ার বাইপাইল থেকে স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের এই সদস্যকে আটক করা হয়। তিনি আশুলিয়ার গাজিরচট এলাকার বাসিন্দা।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু সকালে গণমাধ্যমকে বলেন, মঈনুল যুবলীগের নেতা হওয়ার পর থেকে জমি দখল, চাঁদাবাজি ও টেন্ডারবাজি করে আসছিলেন। আজ ভোরে চাঁদাবাজি ও জমি দখলের সুনির্দিষ্ট অভিযোগে তাঁকে আটক করা হয়।

মঈনুলকে আশুলিয়া থানায় রাখা হয়েছে উল্লেখ করে ওসি আরো জানান, তাঁর বিরুদ্ধে আশুলিয়া থানায় বেশ কয়েকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে মঈনুল ইসলাম ভুঁইয়া গ্রেপ্তার হওয়ার পর সাভার ও আশুলিয়ার অনেক যুবলীগ নেতা গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।

ট্যাগ: bdnewshour24 যুবলীগ চাঁদাবাজি