banglanewspaper

চীন প্রতিনিধি: চীনের অন্যতম প্রদেশ হুবেই প্রদেশের ওহান শহরে অবস্থিত চায়না ইউনিভার্সিটি অব জিয়োসাইন্সে ২ দিন ব্যাপী প্রথম ইন্টারন্যাশনাল কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 

গত ১৯ অক্টোবর থেকে ২০ অক্টোবর চায়না ইউনিভার্সিটি অব জিয়োসাইন্সে খেলার মাঠে ২ দিন ব্যাপী প্রথম ইন্টারন্যাশনাল কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রতিদিন সকাল ০৯টা থেকে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। 

কালচারাল অনুষ্ঠানে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চায়না ইউনিভার্সিটি অব জিয়োসাইন্সের প্রেসিডেন্ট ও শিক্ষক মন্ডলি। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য ইউনিভার্সিটির শিক্ষক বৃন্দ।

ইন্টারন্যাশনাল  কালচারাল প্রোগ্রাম বাংলাদেশী একটি স্টল ছিল। স্টলে বাংলাদেশী কালচারাল পোশাক ও খাবার প্রর্দশীত হয়। প্রদর্শিত খাবার যা বিনামূল্যে সবার মাঝে সরবরাহ করা হয়। বাংলাদেশের শিক্ষার্থীর অংশগ্রহণে  নাচ, গান এবং নৃত্য প্রর্দশিত হয়। বাংলাদের নাচ ও গান উপস্থিত সকলের মন জয় করে এবং প্রশংসা প্রাপ্ত হয়।

সংস্কৃতি উৎসবে বাংলাদেশ, রাশিয়া, তাজাকিস্তান, কাজাকিস্তান, মাদাস্কার, বুলগেরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, লাউজ, মায়ানমার সহ ৩৫ টি দেশ অংশ গ্রহন করেন।

ট্যাগ: bdnewshour24 চায়না