banglanewspaper

সাভারে একটি বাড়ির ছাদের গাছ কেটে ভাইরাল হওয়া সেই নারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) সকালে সাভার এলাকা থেকে তাকে আটক করা হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২২ অক্টোবর) বাড়ির ছাদে ফুলের টবে রাখা গাছগুলোকে নির্মমভাবে একের পর এক কেটে সাফ করে ফেলেন আটক ওই নারী। সেসময় গাছগুলোর মালিক অপর একজন নারী চিৎকার করে কেঁদে কেঁদে বলছিলেন, এই ছাদে আমাদেরও অংশ আছে, গাছ কারো ক্ষতি করে না, গাছেরও জীবন আছে, প্লিজ গাছগুলো কাটবেন না, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, তওবা করলেও এই অন্যায় আল্লাহ ক্ষমা করবেন না। কিন্তু নারীর হৃদয় গলেনি।

এদিকে ওই নারীর পক্ষে ছাদে ছিলেন তার ছেলেসহ কিছু ভাড়াটে মাস্তান। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় নিন্দা ও ক্ষোভের ঝড় বইছে।

ট্যাগ: bdnewshour24 আটক