banglanewspaper

নিজস্ব প্রতিনিধি: দেশের ইংরেজি দৈনিক ডেইলি সানের নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও দশম বর্ষে পর্দাপন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে ওয়ার্ল্ড ইউভার্সিটি অব বাংলাদেশ।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরী ডেইলি সান পত্রিকার সম্পাদক এনামুল হক চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর অতিথিরা সবাই মিলে অনুষ্ঠানের কেক কাটেন।

এসময় উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল, বাংলানিউজের এডিটর জুয়েল মাজহার, ডেইলি সানের কনসালটিং এডিটর নাদিম কাদির ছাড়াও ইস্ট-ওয়েস্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক-কর্মকর্তারা।

বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে, ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের ইংরেজি দৈনিক পত্রিকা ডেইলি সান আজ বিশ্বনন্দিত হয়েছে। আমরা গর্ব করে বলতে পারি আমাদের মিডিয়া শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশ প্রতিদিন নিউ ইর্য়ক, কানাডা, লন্ডনের নাম্বার ওয়ান বাংলা পত্রিকা।’

২০১০ সালের ২৪ অক্টোবর আত্মপ্রকাশ করে ডেইলি সান। বস্তুনিষ্ঠতা ও অনুসন্ধানী সাংবাদিকতার জন্য প্রকাশের অল্পদিনের মধ্যেই ডেইলি সান দেশের অন্যতম জনপ্রিয় দৈনিকে পরিণত হয়।

ট্যাগ: bdnewshour24 ডেইলি সান ওয়ার্ল্ড ইউভার্সিটি