banglanewspaper

বেনাপোল প্রতিনিধি: যশোরেরর বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মোট ১.১৭০ কেজি ওজনের ১০টি স্বর্ণেরবার ১ টি মোবাইল ফোনসহ ভারতীয় নাগরিক গোপাল সরকার (৬০) কে আটক করেছে বিজিবি সদস্যরা।

আটক গোপাল সরকার ভারতের চব্বিশ পরগনা জেলার বনগাঁও থানার কালিয়ানী গ্রামের মৃত. শিবুপদ সরকারের ছেলে।

২১’বিজিবি ব্যাটালিয়ন পরিচালক ইমরান উল্লাহ সরকার (পিবিজিএমএস) জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিওপির টহলদল কর্তৃক বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৭৪ আর পিলার হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর বিএলপি পোষ্টের উত্তর পার্শ্বে মাঠের মধ্যে অভিযান চালায়।

অভিযানকালে ভারতীয় নাগরিক গোপাল সরকারকে ১০ টি স্বর্ণেরবার ও ১টি মোবাইল ফোনসহ আটক করা হয়। ১০ টি স্বর্ণেরবার যার ওজন মোট ১.১৭০ কেজি এবং আনুমাণিক মূল্যমান ৫৮ লাখ ৫১ হাজার টাকা।

আটককৃত আসামী এবং স্বর্ণ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ: bdnewshour24 বেনাপোল