banglanewspaper

শরীয়তপুর প্রতিনিধি: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, সব হারিয়ে দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন বিএনপি এখন দিশেহারা। তাদের নেতারা এখন আবোল-তাবল বকতে শুরু করেছে। জনগণ তাদের বিশ্বাস করে না। এদেশের জনগণ জানে কোন ষড়যন্ত্রই প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র সরকারের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে পারবে না।

কারণ, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এগিয়ে যাচ্ছে। বিশ্বে উন্নয়নে রোল মডেল বাংলাদেশ। বিএনপি আর কোন দিন ক্ষমতায় আসার সুযোগ নাই। কারণ, অতীতে তারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে। দেশের মানুষ তা ভুলে যায় নি। বেগম খালেদা জিয়া এতিমের টাকা মেরে জেল খাটে। আর তার ছেলে তারেক রহমান বিদেশে পলাতক।

তিনি আরও বলেন, আওয়ামী লীগে কোন অনুপ্রবেশকারীর স্থান নাই। যারা অনুপ্রবেশকারীদের আশ্রয়-প্রশয় দেয় তাদের বিরুেদ্ধও ব্যবস্থা নেওয়া হবে।  বৃহস্পতিবার সকালে শরীয়তপুরের নড়িয়ার ভূমখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে উদ্ধোধক ছিলেন, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী রাড়ী। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সহ-সভাপতি ওহাব বেপারী, যুগ্ম সাধারন সম্পাদক একেএম ইসমাইল হক, স্টামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ মেম্বার জাকির হোসেন মুন্সী, জেলা আওয়ামী লীগের  ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক খবিরুজ্জামান বাচ্চু, সদস্য এনায়েত উল্যাহ মুন্সী, পূর্তগাল আওয়ামী লীগের সভাপতি রাফিক উল্যাহ মুন্সী, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা, ভূমখাড়া ইউপি চেয়ারম্যান ডিএম শাহজাহান, জেলা পরিষদের সদস্য আলমগীর হোসেন।

প্রধান বক্তা ছিলেন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন। সভাপতিত্ব করেন, ভূমখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি এম এ হোসেন।

সঞ্চালনা করেন, নড়িয়া উপজেলা যুবলীগের আহবায়ক নাসির সরদার। সম্মেলনে আলমগীর হোসেনকে সভাপতি, আইয়ুব আলীকে সাধারন সম্পাদক ও বাবু শেখকে সাংগঠনিক সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

ট্যাগ: bdnewshour24 এনামুল হক শামীম