banglanewspaper

আলোচিত সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় হয়েছে বৃহস্পতিবার (২৪ অক্টোবর)। হয়েছে ১৬ জনের ফাঁসির আদেশও।

আদালতের রায় যখন প্রস্তুত, তখন নুসরাতের কবরের বাঁশের বেড়ায় ফুটেছিলো সাদা ও লাল গোলাপ সমাহার। সেই ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ‌্যম ফেসবুকে।

এ নিয়ে ফেসবুকে মানুষের মাঝে দেখা গেছে নানা রকমের প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন, কবরে ফোঁটা ফুলগুলোই বলে দিচ্ছে, নুসরাত প্রকৃত বিচার পেয়েছে।

‘নুসরাত কবরে শান্তিতে থাকুক’ এই দোয়া করেছেন অনেকে। রায়ের দিন কবরের পাশে ফুটন্ত গোলাপের ছবি নিয়ে কেউ কেউ মহান আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করে নুসরাতের জন্য জান্নাত কামনা করেছেন।

ট্যাগ: bdnewshour24 গোলাপ