banglanewspaper

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: “পুলিশের সাথে কাজ করি, মাদক-জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” শ্লোগানে নওগাঁর আত্রাইয়ে আত্রাই থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে  উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে থানা চত্বর হতে র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্বদেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান ও ইউএনও মো. ছানাউল ইসলাম।

পরে থানা চত্বরে ওসি মো. মোসলেম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্যদেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান ,উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম, ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ইসলাম, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল,ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন এসআই হাইদার আলী, কামরুজ্জামান, শরিফুল ইসলাম, ডিএসবি নুরুল ইসলামসহ উপজেলার সকল ইউনিয়ন, ওয়াড কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।

ট্যাগ: bdnewshour24 আত্রাই