banglanewspaper

ফরহাদ খান, নড়াইল: নড়াইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

রোববার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক উপহার দেন। 

মাশরাফি বিন মর্তুজা বলেন, নড়াইলের সার্বিক উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রয়োজন।  

নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকীসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

ট্যাগ: bdnewshour24 নড়াইল