banglanewspaper

আধার রাতে হয় যদি প্রেম,
হবে কি পাপ বলো?
নিশি রাতে নিঃসঙ্গ জীবনে, 
সঙ্গী সেইতো হলো।

তার নেই কিছু জানি,
ধার করে সে, দিলো যে আনি;
জেগে থাকার এই আনন্দ খানি!
তবু তারে কেমনে বলি কলঙ্কিনি?

দাগটা দেখে কত গল্প বলো সকলে!
তাইতো সে আসেনা মানবের নাগালে।
চুপিসারে এসে আমায় সে সঙ্গী করে নিলো,
মোর যত জমানো কষ্ট, সব গগনে নিয়ে গেলো।

রাত এসে সূর্যের আলো নেয় কেড়ে, 
সে এসে মোর দুঃখ দেয়  তেড়ে। 
হাজার তারার ভালোবাসার ভিড়ে, 
সে কভু যায় না আমায় একা ছেড়ে। 

ছেড়ে যেতে হবে পৃথিবী, আমায় একদিন;
আঁধার ঘরে ঠিকানা হবে মোর সেইদিন। 
নিশিরাতে আলো দিবে সেই প্রতিদিন,
দেখে তারে ভুলবেনা পৃথিবী আমায় কোন দিন। 

ট্যাগ: bdnewshour24 চন্দ্রিমা কবিতা