banglanewspaper

‘ছোট বোনকে নিয়ে দুপুরে একসঙ্গে ভাত খেলাম। আমি ঘুমিয়ে ছিলাম আর ও (বোন) বাইরে খেলছিল। ঘুমের মধ্যে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। জেগে দেখি বস্তির ঘরগুলো কাঁপছে। বাইরে বেরিয়ে দেখি কান্নাকাটির আওয়াজ। চারিদিকে ধোঁয়া আর রাস্তায় রক্তের স্রোত। কিছুক্ষণ পর দেখি আমার ছোট বোনটার মরহেদ রাস্তায় পড়ে আছে। পাশেই আহত অবস্থায় আরেক বোন মরিয়ম। সেই সঙ্গে আরও কয়েকজন আহত অবস্থায় কান্নাকাটি করছে।’

ছয় বছরের আদরের ছোট্ট বোন ফারজানাকে হারিয়ে পাগল প্রায় ভাই শিহাব উদ্দিন। ফারজানা ছাড়াও শিহাবের আরেক বোন মরিয়ম গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়েছে।

বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে রাজধানীর রূপনগর আবাসিক এলাকার শিয়ালবাড়ি বস্তিতে বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সবার বয়স ছয় থেকে নয় বছরের মধ্যে।

নিহত শিশুরা হলো রমজান, মুকুল, শাহীন, ফারজানা। আরেক শিশুর পরিচয় মেলেনি। এই ঘটনায় সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

নিহত ফারজানার ভাই বলেন, ‘লাশ সাথে সাথে আমি ঘরে নিয়ে আসি, এরপর পুলিশ নিয়ে গেছে। লাশটা আমরা ভালোভাবে দেখতেও পারিনি। দুপুরে একসাথে ভাত খেয়েছি। আমি এই কষ্ট কীভাবে ভুলবো?’

‘এই ঘটনা কীভাবে ঘটলো তাই জানি না। আমি এখন কী করবো কিছুই বুঝতে পারছি না। মরিয়মকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। ওর এখন কী অবস্থা সেটাও জানি না।’

ট্যাগ: bdnewshour24