banglanewspaper

গতকাল প্রথমবারের মত পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারতের রাজধানী দিল্লির উদ্দেশ্যে উড়াল দেয় বাংলাদেশ ক্রিকেট টিম। আগামী মাসের ৩ তারিখ দিল্লিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে নামবে টাইগার টিম।

আজ (৩১ অক্টোবর) অনুশীলনে নেমে পড়েছে মাহমুদুল্লাহর দল। দুপুর একটার দিকে অনুশীলনে নামে তারা। কিন্তু মারাত্মক বায়ুদূষণে বিপত্তিতে পড়েছেন টাইগাররা। মাস্ক পড়ে অনুশীলনে নামতে দেখা গিয়েছে তাদের।

দিল্লিতে বায়ুদূষণের ভয়াবহতা গত কয়েক বছরে ক্রমবর্ধমান হারে বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বায়ু দূষণের যে মাত্রাকে গ্রহণযোগ্য নিরাপদ সীমা বলে মনে করে, গত ডিসেম্বরে দিল্লির অনেক এলাকায় দূষণের মাত্রা ছিল তার তিরিশ গুণ বেশী।

এমন অবস্থায় সকল খেলোয়াড়দের সমস্যায় পড়তে হচ্ছে। বায়ুদূষণের ফলে বৃহস্পতিবার লিটন দাসকে মাস্ক পড়ে অনুশীলনে নামতে দেখা যায়। টিম ম্যানেজম্যান্টের সাথে কথা বলে জানা যায়, সব খেলোয়াড়দের জন্যই মাস্কের ব্যবস্থা করা হয়েছে। তারা সব সময় মাস্ক ব্যবহার করবেন।

ট্যাগ: bdnewshour24 মাস্ক টাইগার