banglanewspaper

শরীয়তপুর প্রতিনিধি: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন বিএনপির মুখে দুর্নীতি বিরোধী কথা বেমানান। বিএনপি  ক্ষমতায় থাকতে তারা দেশের সম্পদ লুটে পুটে খেয়েছে। আর খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়ে এখন কারাভোগ করে। তার ছেলে তারেক রহমান বিদেশে পলাতক।

সেই দলের নেতাদের মুখে দুর্নীতি বিরোধী কথা শোভা পায় না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের কর্মী হওয়া গৌরবের, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কর্মী হওয়া অহংকারের। তাই সবাই সজাগ থাকতে হবে কোন অনুপ্রবেশকারী ও বিতর্কিত ব্যক্তি যেন দলে ঢুকতে না।

বৃহস্পতিবার বিকালে শরীয়তপুরের সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সখিপুর থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আতিকুর রহমান মানিক সরকারের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার।

বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু এমপি, নাহিম রাজ্জাক এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার।

প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অনল কুমার দে। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগ: bdnewshour24 চ্যাম্পিয়ন বিএনপি