banglanewspaper

অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুরঃ জাতীয় ফুল শাপলাকে প্রতীক ধরে সারা দেশের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহনের উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয় বিজয় ফুল প্রতিযোগিতা।

বৃহস্পতিবার নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা পার্যয়ে বিজয় ফুল প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান। এসময় উপজেলা শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

ছয় পাপড়ির এই ফুলের মাধ্যমে স্মরণ করা হবে বঙ্গবন্ধুর ছয় দফাকে। প্রথম বারের মতো দ্বদশ শ্রেণী পর্যন্ত উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় ফুল তৈরি, গল্প ও কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাস্কন, দলীয় সঙ্গীত, চলচিত্র নির্মাণ করা হয়।

ট্যাগ: bdnewshour24 নবাবগঞ্জ