banglanewspaper

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার বড়গাছা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বিএনপির সকল কর্মকান্ডে গতি ফিরিয়ে আনার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির নিদের্শনা অনুসারে ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে বিএনপির পুরাতন কমিটি বিলুপ্ত করে এই সব নতুন কমিটি গঠন করা হচ্ছে। 

বৃহস্পতিবার বিকেলে রাণীনগর উপজেলা বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির কার্যালয়ে বড়গাছা ইউনিয়ন বিএনপির মতবিনিময় ও কর্মী সমন্বয় সভার আযোজন করা হয়। সভায় ইউনিয়ন বিএনপির নেতা মহরুম হোসেনকে আহবায়ক এবং সাহাজান আলী মেম্বার ও সুহেল মেম্বারকে যুগ্ম আহবায়ক করে বড়গাছা ইউনিয়ন বিএনপির ৩২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

সভায় বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা বিএনপির আহ্বায়ক রোকনুজ্জামান খাঁন (রুকু), যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম (ভিপি জাপান), মোসারব হোসেন, সদস্য নজরুল ইসলাম, মোকলেছুর রহমান বাবু, প্রভাষক একেএম জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এইচ এম নয়ন খাঁন লুলু প্রমুখ।

এছাড়াও বিএনপি, ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ: bdnewshour24 রাণীনগর