banglanewspaper

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেনাবাহিনীর একটি পোস্টে সন্ত্রাসী হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। শুক্রবার সন্ত্রাসীরা ওই হামলা চালিয়েছে। দেশটির যোগাযোগমন্ত্রী ইয়াহা সাংগারে শনিবার একথা জানিয়েছেন। খবর সিনহুয়ার।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, নাইজার সীমান্তের নিকটবর্তী মেনাকা থেকে প্রায় 70 কিলোমিটার পশ্চিমে ইন্দেলিমানে হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় ঘটনাস্থলেই ৩৫ সেনা নিহত হন।

এই ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির সরকার। তবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

২০১৫ সাল থেকে পশ্চিম আফ্রিকার দেশটিতে সন্ত্রাসবাদী হামলা বেড়েই চলেছে। এসব হামলায় এখন পর্যন্ত কমপক্ষে অর্ধসহস্রাধিক লোক নিহত এবং সাড়ে চার লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ট্যাগ: bdnewshour24 মালি