banglanewspaper

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ "বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন" এই প্রতিপাদ্য সামনে নিয়ে ৪৮ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে শনিবার সকলে উপজেলা প্রশাসন ও সমবায়ীবৃন্দ এর আয়োজনে উপজেলা হল রুমে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ইউএন সৈয়দ ফায়েজুল ইসলামের সভাপতিত্বে ও বাবর আল মামুন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, আহসানুল ইসলাম টিটু সংসদ সদস্য টাঙ্গাইল -৬ (নাগরপুর -দেলদুয়ার)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হুমায়ুন কবির ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবু জাফর সিদ্দিকি।

সমবায়ই শক্তি সমবায়ই মুক্তি এই মূল মন্ত্রের দিক গুলো তুলে ধরে বক্তরা বলেন, ‘আমাদের টেকসই উন্নয়ন করতে হলে সমবায়ের কোন বিকল্প নেই। যেকোন আত্নকর্ম সংস্থান এর জন্য দীর্ঘ মেয়াদি কর্ম পরিকল্পনা নিয়ে আসেন আমদের কাছে সরকার আপনার পাশে দাড়াবে।’

এ সময় বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ: bdnewshour24 জাতীয় সমবায় দিবস