banglanewspaper

জানুয়ারিতে ১১ লাখ টাকার মেটালিক গাউন পরে শিরোনাম হয়েছিলেন। এবার যে জুতা তাকে ব্যবহার করতে দেখা গেল, সেটির অর্থ দিয়ে একজন সাধারণ মানুষ টেনেটুনে ইউরোপের কোনো দেশে ঘুরে আসতে পারেন!

বলিউড লাইফের প্রতিবেদন থেকে জানা গেছে, কারিনার ওই ‘বুট’ জুতার দাম দেড় লাখ টাকার মতো। ছেলে তৈমুরকে নিয়ে মুম্বাই বিমানবন্দর দিয়ে এমন জুতা পরে বের হন তিনি।

কেনাকাটার ব্যাপারে কারিনার এমন ‘উদারতা’র কথা অনেকেরই জানা। দুহাত উজাড় করে ড্রেস কিনে বেশ কয়েকবার শিরোনাম হয়েছেন তিনি। জানুয়ারিতে নতুন বছর উদ্‌যাপন করতে নীল রংয়ের দামি মেটালিক গাউন কেনেন।

এর আগে ২০০৯ সালে ‘কামবাখত ইশক’র টাইটেল সংয়ে কারিনা যে কালো সিকুইনের পোশাক পরেছিলেন, সেটি ছিল সান্ধ্য পোশাক। ওই পোশাকের মূল্য ছিল ৮০ লাখ রুপি! সিনেমাটিতে তার অন্য পোশাকগুলোও ছিল বেশ দামি।

ট্যাগ: bdnewshour24 কারিনা জুতা ইউরোপ