banglanewspaper

মাগুরা প্রতিনিধি : প্রাক্তণ খেলোয়াড়দের মধ্যে দু:স্থ ও অসহায় মানুষগুলোর পাশে যেমন দাঁড়ানো ও সংগঠনটির সহায়তায় নতুন নতুন খেলোয়াড় সৃষ্টির লক্ষে নব গঠিত মাগুরা জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির পরিচিত ও মতবিনিময় সভা শনিবার মাগুরা সৈয়দ আতর আলি গণগ্রন্থাগারে অনুষ্ঠিত হয়েছে। 

বিকালে মাগুরা জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিলের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, অধ্যাপক কামরুজ্জামান চাঁদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মকবুল হোসেন, শরীফ আজিজুল ইসলাম মোহন, সদর উপজেলা ক্রীড়‍া সংস্থার সাধারণ সম্পাদক কাজী সঞ্জয় জামান বিপু, মহম্মদপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাবুল হোসেন এবং মহম্মদপুর ও শালিখা উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

খেলোয়াড় কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মাগুরার সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর জেলার খেলোয়াড়দের কল্যাণ সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

ট্যাগ: bdnewshour24 মাগুরা