banglanewspaper

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সম্প্রতি ক্যাসিনো খেলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘নাজমুল হাসান পাপনের ক্যাসিনো খেলার ভিডিওটি বিদেশের। তিনি হয়তো সেটা বিদেশে খেলেছেন। আমি যতদূর দেখেছি, তিনি বাংলাদেশে কোথাও ক্যাসিনো খেলেননি।’

রবিবার (৩ নভেম্বর) সকালে সচিবালয় কেন্দ্রিক সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম’ বিএসআরএফ সংলাপে তিনি এ কথা বলেন।

ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সম্প্রতি ক্যাসিনো খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এতে তাকেও (পাপন) আইনের আওতায় আনা হবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি যতদূর দেখেছি, তিনি বাংলাদেশে কোথাও ক্যাসিনো খেলেননি। তিনি বিদেশে খেলেছেন, ফলে বিষয়টিকে সেভাবে নেয়া যায় না। এটা আমাদের বিষয় নয়।’

উপজেলা ও জেলা পর্যায়ে শুদ্ধি অভিযান চলবে কি-না এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন বলেন, ‘আমরা কোনও সেক্টর বা এলাকার ওপর ভিত্তি করে অভিযান পরিচালনা করছি না। যেখানে অনিয়ম, দুর্নীতি হচ্ছে সেখানেই অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনও দুর্নীতিবাজ ও দখলবাজ যাতে কোনও ধরনের অনিয়ম ও দুর্নীতি করতে না পারে সেজন্যই এই অভিযান চালানো হচ্ছে। তবে এই অভিযানে নির্দোষ কেউ ক্ষতিগ্রস্ত হোক তা আমরা চাই না।’
 

ট্যাগ: bdnewshour24 স্বরাষ্ট্রমন্ত্রী