banglanewspaper

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ২০১৯-২০ অর্থ বছরের অতি-দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর ১ম পর্যায় (৪০ দিনের) কর্মসূচী কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে রাণীনগর থানা চত্বরে এ কাজের উদ্বোধন করা হয়।

এ কাজের শুভ উদ্বোধন করেন রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল। এদিন রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নে একযোগে এই ৪০ দিনের কর্মসূচীর কাজ শুরু হয়েছে। এই উপজেলায় এ কাজের মোট উপকারভুগী হলো ৯৭৩ জন।

এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন, সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, সদর ইউপি সদস্য গোলাম মোস্তফাসহ আরো অনেকেই।

ট্যাগ: bdnewshour24 রাণীনগর