banglanewspaper

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো। অবশেষে আনুষ্ঠানিকভাবে আজ মঙ্গলবার প্রবাসীদের ভোটার হওয়ার কার্যক্রম শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মাধ্যমে এ ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হবে।

তবে পর্যায়ক্রমে যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিংগাপুরসহ অন্যান্য দেশে এ কার্যক্রম শুরু হবে।

সিইসি কে এম নূরুল হুদা রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করবেন।

এ সময় সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ মালয়েশিয়ায় অবস্থান করে উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবেন।

ইসি সচিবালয় সূত্র জানায়, প্রবাসী বাংলাদেশিরা একটি নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে একটি সফটওয়্যারের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন করতে পারবেন। ওয়েবসাইটটির ঠিকানা : services.nidw.gov.bd|

যেভাবে ভোটার নিবন্ধন :

মোট চারটি ধাপে এই নিবন্ধন করতে হবে। এগুলো হচ্ছে-

১. নিবন্ধন :

অনলাইনে আবেদনকারী কর্তৃক নিবন্ধন ফরম পূরণ।

২. তদন্ত :

আবেদনটি সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার কর্তৃক তদন্ত।

৩. বায়োমেট্রিক :

সংশ্লিষ্ট দেশে বায়োমেট্রিক তথ্য গ্রহণ।

৪. জাতীয় পরিচয়পত্র :

সংশ্লিষ্ট দেশে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ।

ট্যাগ: bdnewshour24 প্রবাসী