banglanewspaper

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের ফিট নায়িকা নুসরাত ফারিয়া। ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত ফিটনেস নিয়ে বিন্দুমাত্র সমালোচনার মুখে পড়তে হয়নি তাকে। নিয়মিত নিজেকে গ্ল্যামারাস রূপে উপস্থাপন করতে শারীরিক গঠন নিয়ন্ত্রণে রাখেন তিনি।

কিন্তু কীভাবে তিনি নিজেকে এত ফিট রাখছেন? শোবিজের অনেকের মতো তার ভক্তরাও জানতে বেশ আগ্রহী কীভাবে তিনি নিজেকে ফিট রাখেন। নিজের একান্ত কৌশলগুলো এবার নুসরাত ফারিয়া জানাবেন রেডিওতে।

রেডিও টুডে’র ‘মুভ আপ উইথ রুসলাম’ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন নুসরাত ফারিয়া। আগামী শনিবারের পর্বে থাকবেন ফারিয়া। সেখানেই তিনি তার ফিটনেস এর বিষয়ে জানাবেন। তিনি শ্রোতাদের নানা প্রশ্নের জবাব দেবেন আর জানাবেন নিজের ওয়ার্কআউটের পরামর্শগুলো।

নুসরাত ফারিয়ার ক্যারিয়ার শুরু হয় রেডিও দিয়েই। আরজে হিসেবে কাজ করেছেন প্রথম জীবনে, তারপর টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা এবং সবশেষে সিনেমা। বর্তমানে সিনেমা নিয়ে ব্যস্ত আছেন তিনি। ইতোমধ্যেই কাজ করেছেন দুই বাংলার জনপ্রিয় তারকাদের সঙ্গে। হাতে রয়েছে বড় আয়োজনের একাধিক সিনেমা।

বর্তমানে তার হাতে রয়েছে ‘অপারেশন সুন্দরবন’ ও ‘ঢাকা ২০৪০’ নামে দুটি সিনেমা।

ট্যাগ: bdnewshour24 ফিটনেস ফারিয়া