banglanewspaper

নওগাঁর পোরশা উপজেলার হাপানিয়া সীমান্ত থেকে ৭ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে হাপানিয়া সীমান্তের ২৩১-৩২ পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে তাদের আটক করে বিএসএফ।

আটকরা হলেন- পোরশা উপজেলার দুয়ারপাল গ্রামের জামাল উদ্দিনের ছেলে সইবুর (২৬), রাংগাপুকুর গ্রামের রবুর ছেলে আতাবুল (২২), বিষ্ণপুর বেড়াচকি গ্রামের মকবুলের ছেলে রেজাউল (২০), কালাইবাড়ি গ্রামের প্রফুল্যের ছেলে বিফল (৩০), একই গ্রামের লোকমানের ছেলে আজাদ (৩২), রফিকের ছেলে জহুরুল (৩২) ও সবুরদ্দিনের ছেলে হাকিম (৩৬)।

স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতে সাত জনের একটি দল ভারতের অভ্যন্তরে গরু আনতে যায়। গরু নিয়ে ফেরার পথে ভোরে ২৩১/১০ (এস) নম্বর মেইন পিলার থেকে ভারতের অভ্যন্তরে ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

নওগাঁ ১৬ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম জানান, `আমরাও বিভিন্ন মাধ্যমে তাদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে বিএসএফের সঙ্গে কথা বলার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

ট্যাগ: bdnewshour24 নওগাঁ সীমান্ত বিএসএফ বাংলাদেশি