banglanewspaper

চুমুকে ভালোবাসার সুন্দরতম প্রকাশ হিসেবে অভিহিত করে থাকেন অনেকেই। ভালোবাসায় চুমু আসবে না, তা কী করে হয়! এবার একটি চুমুর ছবি রীতিমতো ঝড় তুলেছে অন্তর্জালে।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বেশ সক্রিয় বলিউড অভিনেত্রী বিপাশা বসু। আর এবার স্বামী করণ সিং গ্রোভারের ঠোঁটে ঠোঁট রেখে তোলা ছবি সেখানে শেয়ার করলেন বিপাশা। আর সেই ছবি প্রকাশ্যে আসামাত্রই তা রীতিমতো ভাইরাল হয়ে যায়।

ছবিটি এরই মধ্যে দুই লাখ ৭৩ হাজারেরও বেশি লাইক সংগ্রহ করেছে। তাঁদের ভালোবাসাময় ওই ছবিতে জমা পড়েছে অনেকগুলো মন্তব্য। একজন লেখেন, ‘তোমাদের দুজনকে একসঙ্গে অনেক সুন্দর দেখাচ্ছে।’ আরেক নেটিজেন লেখেন, ‘স্রষ্টা তোমাদের দুজনের মঙ্গল করুন।’

সম্প্রতি বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ও জনপ্রিয় অভিনেতা অনিল কাপুরের পার্টিতে স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে দেখা যায় বিপাশা বসুকে। সেখানে বিপাশাকে দেখে অনেকেই মনে করছেন, বিপাশা  অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। এ বিষয়ে বিপাশা এখনো মুখ না খোলায় রহস্য আরো ঘনীভূত হয়েছে। ঠিক কী কারণে বিপাশা এ বিষয়ে মুখ খুলছেন না, তা নিয়ে কানাঘুষা চলছেই।

২০১৬ সালে সাতপাকে বাঁধা পড়েন বিপাশা-করণ। সেই থেকে তাঁদের ভালোবাসাময় উপস্থিতি দেখছে বি-টাউন।

ট্যাগ: bdnewshour24 ঠোঁট চুমু