banglanewspaper

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও তার প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে অনুসন্ধ্যান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

অনুসন্ধানের অংশ হিসেবে তৌফিক ইমরোজ খালিদীকে তলব করেছে দুদক। আগামী ১১ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের হাজির থাকতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে টিঠি পাঠিয়েছে দুদক।

চিঠিতে বলা হয়েছে, ‘তৌফিক ইমরোজ খালিদীর নিজের এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হিসাবে ‘বিপুল পরিমাণ টাকা স্থানান্তরের মাধ্যমে অবস্থান গোপন’ এবং বিভিন্ন ‘অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে জ্ঞাত আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ’ অর্জনের অভিযোগে তার বক্তব্য জানা প্রয়োজন।’

তবে দুদকের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৌফিক ইমরোজ খালিদী। তারি দাবি, ‘আমাদের প্রকাশিত কয়েকটি সংবাদ প্রতিবেদন খুবই শক্তিশালী একটি মহলকে নাখোশ করেছে। আর আমার সহকর্মীদের বস্তুনিষ্ঠ ও উদাহরণযোগ্য সাংবাদিকতার মূল্য এখন আমাদের এভাবে দিতে হচ্ছে।’

ট্যাগ: bdnewshour24 বিডিনিউজ দুদক