banglanewspaper

চলতি সপ্তাহে মিডিয়ায় আলোচনায় কেবল মিথিলা। কারণ হঠাৎ মিথিলার স্বাভাবিক জীবন ঢেকে গেছে হতাশার কালো মেঘে। পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে এই অভিনেত্রীর ফাঁস হওয়া ১৮টি ব্যক্তিগত ছবি এর কারণ। এ নিয়ে কেউ তার পাশে দাঁড়িয়েছেন কেউ বা সমালোচনা করেছেন।  

তবে এই হতাশা মিথিলাকে মচকাতে পারেনি। ফেসবুক এক পোস্টের মাধ্যমে ফাহমির সঙ্গে তার সম্পর্ক, ব্যক্তিগত ছবি ফাঁস হওয়া ও এর বিরুদ্ধে তার পদক্ষেপের কথা স্পষ্ট জানিয়েছেন।

এদিকে ঢাকাই বিনোদন জগতের বেশ কিছু তারকা মিথিলার পক্ষে অবস্থান নেন। এবার কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিও মিথিলার পাশে দাঁড়িয়েছেন, জানিয়েছেন অভিবাদন। আর এ নিয়েই শুরু হয়েছে আলোচনা, কারণ বেশ কিছুদিন ধরেই শোবিজে তাদের প্রেমের গুঞ্জন চলছিলো। সেই গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই মিথিলা এই স্ক্যান্ডেলের শিকার।   

সৃজিত মিথিলার ফেসবুক পোস্ট শেয়ার করে লেখেন, তোমাকে অভিবাদন বাঘিনী। দিনশেষে তোমার জন্য আমি বার বার মুগ্ধ হই।

গায়ক অর্ণবের একটি মিউজিক ভিডিওতে অভিনয়ের সূত্রে মিথিলার সঙ্গে  পরিচয় সৃজিতের। এরপর দুজনের বন্ধুত্ব। মিডিয়াতে তাদের প্রেম বিয়ে নিয়ে আলোচনা হলেও, তারা নিজেদের 'জাস্ট ফ্রেন্ড' দাবি করেন।
 

ট্যাগ: bdnewshour24 মিথিলা