banglanewspaper

এস,এম,আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম: ৭ নভেম্বর  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপি’র আয়োজনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে পুরাতন শহরের পোষ্টঅফিস পাড়াস্থ জেলা বিএনপি’র কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের সুচনা হয়। পরে সকাল ১১টায় জেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্যশর্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজুর রহমান, জহুরুল আলম, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিব, আশরাফুল হক রুবেল,জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু,জামিল আহমেদ,প্রচার সম্পাদক আব্দুর রহিম শামিম,কৃষকদলের আহবায়ক রফিকুল ইসলাম,পেীর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম,পৌর যুবদলের সভাপতি ওয়াজেদ আলী ঝিনুক,জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান,সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে।

পরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ট্যাগ: bdnewshour24 কুড়িগ্রাম