banglanewspaper

খান মোঃ আসাদ উল্লাহ, ববি প্রতিনিধিঃ যোগদানের পরেরদিনই বরিশাল বিশ্ববিদ্যালয়ের  নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন (আরেফিন মাতিন) বিশ্ববিদ্যালয়ের  বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, শেখ হাসিনা হল ও কেন্দ্রীয় ক্যাফেটোরিয়া পরিদর্শন করেন।

৭ নভেম্বর (বৃহস্পতিবার) উপাচার্য মহোদয় ৩টি হলের শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এসময় শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যা উপাচার্য  কাছে তুলে ধরেনন। এবং উপাচার্য মহোদয় সকল সমস্যা সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।

এসময় তিনি হল গুলোর রিডিং রুম, কমনরুম, মসজিদ, ডাইনিং এর কার্যক্রম প্রত্যক্ষ করেন। এসময় তাঁর সাথে বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, সহকারী আবাসিক শিক্ষক, প্রক্টর, বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, পরিচালক, দপ্তরপ্রধান, সংশ্লিষ্ট হল সমূহের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

এরপর নবনিযুক্ত উপাচার্য সকলকে নিয়ে কেন্দ্রীয় ক্যাফেটোরিয়া পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত শিক্ষার্থীদের সাথে কথা বলে ক্যাফেটোরিয়ার সমস্যা ও শিক্ষার্থীদের প্রত্যাশা সম্পর্কে অবগত হন।

ট্যাগ: bdnewshour24 আবাসিক হল ক্যাফেটোরিয়া ববি উপাচার্য