banglanewspaper

একটি বাঘিনীর তার তিন বাচ্চাকে নিয়ে পানি খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। টুইটারে ভিডিওটি পোস্ট করেছেন ভারতীয় ফরেস্ট অফিসার সুশান্ত নন্দা। এটি মধ্য ভারতের পিঞ্চ টাইগার রিজার্ভ থেকে তোলা বলে জানা গেছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি পূর্ণ বয়স্ক বাঘিনী আর তিনটি শাবককে নিয়ে একটি জলাশয়ে পানি খেতে এসেছে। তারা নিজেদের কায়দায় পানি খাচ্ছে।

পেঞ্চ টাইগার রিজার্ভে জানুয়ারি মাসে একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার চারটি বাচ্চা প্রসব করে। এই বাঘিনী ও শাবকগুলি তারাই বলে মনে করা হচ্ছে।

ভিডিওটির সঙ্গে পানিসঙ্কট নিয়ে একটি বার্তা দিতে চেয়েছেন সুশান্ত নন্দা। তিনি লিখেছেন, একটি বাঘ খাবার ছাড়া দু’ সপ্তাহ বেঁচে থাকতে পারে। কিন্তু পানি ছাড়া সর্বোচ্চ চার দিন বাঁচতে পারে একটি বাঘ।

মাত্র ১৪ সেকেন্ডের এই ভিডিওটি পোস্ট হয়েছে শুক্রবার (৮ নভেম্বর) সকাল সাতটার দিকে। এরইমধ্যে সেটি হাজার হাজার বার দেখা হয়েছে। সেই সঙ্গে রিটুইট ও কমেন্ট চলছে সমানে।

ট্যাগ: bdnewshour24 বাচ্চা পানি খাচ্ছে বাঘিনী