banglanewspaper

প্রবল শ্বাসকষ্ট নিয়ে সোমবার আবারও মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। তার অবস্থা বেশ সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে আপাতত আইসিউতে রাখা হয়েছে। গায়িকার অসুস্থতায় টুইটারে তার আরোগ্য কামনা করেছেন তার অসংখ্য ভক্ত।

ব্রিচ ক্যান্ডি হাসপাতাল সূত্রে খবর, এর আগে রবিবার লতা মঙ্গেশকরকে সেখানে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে সোমবার দিনগত রাত দেড়টা নাগাদ তাকে ছেড়েও দেয়া হয়। কিন্তু বাড়ি ফেরার কিছুক্ষণ পর আবারও তার প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। দেরি না করে তখনই তাকে হাসপাতালটির আইসিইউতে পাঠানো হয়।

লতার ছোট বোন তথা আরেক কিংবদন্তি গায়িকা আশা ভোসলে জানিয়েছেন, ‘দিদির বুকে ভাইরাল সংক্রমণ হয়েছে। তবে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আমরা ওনাকে বাড়িতে রেখেও চিকিৎসা করাতে পারতাম। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত এ কারণেই নেয়া হয়, যাতে পূর্ণ চিকিৎসা পাওয়া যায়।’

ট্যাগ: bdnewshour24 লতা মঙ্গেশকর আইসিইউ