banglanewspaper

অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি: কালজয়ী উপন্যাস বিষাদ সিন্দুর রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭২ তম জন্ম বার্ষিকী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর পদমদীতে পালিত হয়েছে।

বুধবার সকালে ২দিন ব্যাপী অনুষ্ঠান মালার প্রথম দিনে মীর মশাররফ হোসেনের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম, রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিসশাস, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান, রাজবাড়ী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ফকরুজ্জামান মুকুট ও নবাবপুর ইউপি চেয়ারম্যান আবুল হাসান আলী। একক বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, সোনাপুর মীর মশাররফ হোসেন কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ কামাল হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগামীকাল বৃহস্পতিবার একক গ্রন্থমেলা অনুষ্ঠিত হবে।

ট্যাগ: bdnewshour24 রাজবাড়ী