banglanewspaper

একটি স্টান্টে অংশ নিতে গিয়ে মারা গেছেন রেসলার থেকে হলিউড অভিনেতা বনে যাওয়া ‘দ্য রক’। বিবিসি নিউজ’র নামে একটি ভিডিও লিংক ছড়িয়ে পড়েছে গত বুধবার। বিবিসি নিউজের নাম ও লোগো ব্যবহার করে এ খবর ছড়িয়ে পড়ে।

ওই খবরে উল্লেখ করা হয়, সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া হলিউড অভিনেতাদের অন্যতম ডুয়াইন জনসন (দ্য রক) মারা গেছেন! মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর! এমন খবরে চোখ ছানাবড়া সবার! কিন্তু খোঁজ নিয়ে দেখা যায়, খবরটি একেবারেই ভিত্তিহীন, বানোয়াট। রকের মৃত্যুর গুজব নিয়ে এমনটাই জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেট্রো।

গণমাধ্যমটি জানায়, হলিউডে জনপ্রিয় অভিনেতাদের মৃত্যু নিয়ে গুজব ছড়ানোর রেওয়াজন নতুন নয়। এর আগেও একাধিকবার ‘দ্য রক’এর মৃত্যুর গুজব ছড়ায় ইন্টারনেটে।

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’, ‘জার্নি টু দ্য সেন্টার অব দ্য আর্থ’ ও ‘জুমানজি’র মতো জনপ্রিয় কিছু চলচ্চিত্র সিরিজে অভিনয় করেছেন সামোয়ান বংশোদ্ভূত এ অ্যাকশান সুপারস্টার। এর আগে মৃত্যুর গুজব ছড়ালে তিনি ফেসবুক লাইভে এসে তা মিথ্যা বলে জানান।

ট্যাগ: bdnewshour24 রক গুজব